কিয়ামতের বর্ণনা – أحوال الساعة – বাংলা – بنغالي

কিয়ামতের বর্ণনা

– أحوال الساعة

ঈমানের রুকনসমূহের একটি রুকন হলো কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম হিসেবে কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই আছে; কিন্তু হাদীসের ভাষ্য অনুযায়ী কিয়ামত সম্পর্কে আলোচিত সূরাসমূহে তার যে ভয়াবহতার কথা আলোচিত হয়েছে তার স্মরণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বয়োঃবৃদ্ধ বলে অনুভব করতেন। তাই তিনি এবং তাঁর সাহাবীগণ এবং সালফে সালেহীন তাদের যতেষ্ট পরিমাণ প্রস্তুতি থাকা সত্বেও ঐ দিনের পরিণতির কতা ভেবে অস্থির থাকতেন; কিন্তু আমরা পার্থিব ব্যস্ততার কারণে ঐ আগন্ত নির্ঘাত সত্য সময়টুকুর কথা ভাবার সুযোগ খুব কম-ই পেয়ে থাকি।
জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “কিয়ামতের বর্ণনা” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে কিয়ামতের পরিস্থিতি ও তার ভয়াবহতার কথা বিস্তারিত আলোচনা করেছেন, যা কিয়ামতে বিশ্বাসী একজন ঈমানদারেরে জন্য এ বিষয়ে অবগত হতে এবং পাথেয় সংগ্রহ করার কথা স্মরণ করাতে যতেষ্ট সহায়ক হবে।
বাংলা – بنغالي
عدد الصفحات 202